আমসা কাছাড় শাখার নয়া কার্যনির্বাহী কমিটি গঠিত

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ এপ্ৰিল : আসাম মেডিক্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন (আমসা) কাছাড় শাখার সাধারণ সভা শিলচরের এসএম দেব সিভিল হাসপাতাল প্রাঙ্গণের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত সভার সভাপতির মণ্ডলিতে ছিলেন কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাঃ শিবানন্দ রায় এবং অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য কর্তা ডাঃ এমআই বড়ভূইয়া। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, যা সদস্যদের ঐক্য এবং সম্মিলিত চেতনার প্রতিফলন।

বিদায়ী সভাপতি ডাঃ জিতেন সিং হাজরী এবং বিদায়ী সম্পাদক ডাঃ অরূপকুমার পাটোয়া তাঁদের কার্যকালীন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আমসা-এর উদ্দেশ্য এবং লক্ষ্যে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডা. পাটোয়া, বিশেষভাবে, জেলা শাখার কার্যক্রমকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসিত হন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন ডাঃ অরূপকুমার পাটোয়া, সহ-সভাপতি ডাঃ রণবিজয় মালাকার, সম্পাদক ডাঃ কেশব পাতিকর, সহকারী সম্পাদক ডাঃ রোহন বিশ্বাস, সিইসি সদস্য ডাঃ রোহিতকুমার সিনহা, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডাঃ অর্পিতা দেব ও ডাঃ কমলিকা দে এবং ক্রীড়া সম্পাদক হিসেবে ডাঃ পাভেল শিকদার ও আবুল ফজল নুমান নির্বাচিত হন।

আমসা কাছাড় শাখার নয়া কার্যনির্বাহী কমিটি গঠিত

এ দিন সভার শুরুতে পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোকজ্ঞাপন করা হয়। পাশাপাশি প্রাক্তন আমসা সদস্য ডাঃ এইচপি ভট্টাচার্য এবং ডাঃ পিকে রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তাঁরা চিকিৎসা পেশা এবং জনসেবায় অনন্য অবদান রেখেছিলেন।

Spread the News
error: Content is protected !!