ধর্মনগরে বিএসএফের জালে দুই বাংলাদেশি সহ দুই দালাল

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিএসএফের হাতে আটক হল দুই বাংলাদেশি। পাশাপাশি জড়িত থাকার অভিযোগে কৈলাসহর থেকে গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয় দালালকেও।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ধর্মনগর আইএসবিটি এলাকা থেকে বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কৈলাসহর থেকে দুই দালাল গ্রেফতার করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

আটককৃত বাংলাদেশিরা হলেন ২২ বছরের মোহাম্মদ নূর এবং ২৪ বছরের মোহাম্মদ আলামিন হাওলাদার। দু’জনেরই বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। ভারতীয় দালালদের নাম স্বপন গোয়ালা ও বিধান দেব, তারা ঊনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা।

ধর্মনগরে বিএসএফের জালে দুই বাংলাদেশি সহ দুই দালাল

পরে ধৃতদের ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হলে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ রাতভর জিজ্ঞাসাবাদ চালায়। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ জানান, গোটা বিষয়টি খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে।

Spread the News
error: Content is protected !!