সাম্প্রদায়িক ও উন্নয়নে ব্যাঘাত ঘটানোর দলই হল কংগ্রেস ও ইউডিএফ : আয়েশা সুলতানা চৌধুরী
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : অগপ ও বিজেপি দলের মিত্রজোটের সমর্থিত কাপ্তানপুর-কাজিডহর জেলা পরিষদ সদস্যা প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হল। মঙ্গলবার রাতে অগপ দলের ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী ও বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি হামিদুল ইসলাম লস্কর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্ধোধন করেন। অন্যদিকে, ব্যাপক উৎসাহ ও সার্বিক উন্নয়নের স্বার্থে কাপ্তানপুর-কাজিডহর জেলা পরিষদ সদস্যা অগপ দলের পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের সঙ্গে দলীয় নেতা-কর্মীরা এলাকা ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন।
এদিন মিত্রজোটের কাপ্তানপুর-কাজিডহর জেলা পরিষদ সদস্যা পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্কর ও কাজিডহর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত অগপ দলের পদপ্রার্থী অঞ্জনা নাথের নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে আয়েশা সুলতানা চৌধুরী বলেন, সোনাইয়ে ১৯৯৬ সালে অগপ দল থেকে প্রয়াত আনোয়ার হুসেন লস্কর জয়ী হয়েছিলেন, তৎকালীন সময়ে সোনাইয়ের প্রত্যেকটি অঞ্চলে জাতি-বর্ণ-ধর্ম-নির্বিশেষে উন্নয়ন হয়েছিল, কেনোনা প্রয়াত আনোয়ার হুসেন লস্কর ছিলেন একজন সোনাইবাসী, এর পরবর্তী সময়ে সোনাইয়ে বিধায়কের পদে বহিরাগত প্রার্থীরা এসে জয়ী হয়ে সোনাইকে উন্নয়ন বিমূখ করে তোলেছেন, কংগ্ৰেস ও এআইইউডিএফ দুই দলের নেতারা সাম্প্রদায়িকতা ও উন্নয়নে ব্যাঘাত ঘটানোর চিন্তাধারার দল হিসেবে কাজ করে যাচ্ছেন।

হামিদুল ইসলাম লস্কর বলেন, কংগ্রেস দলের নেতা-কর্মীরা তাদের দলের সক্রিয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট না দিয়ে সেই টিকিট গুলোকে বিক্রির কাজে ব্যস্ত, কংগ্ৰেস দল সামাজিক উন্নয়নমূখী না হয়ে ব্যবসায়ীমূখী দলে পরিণত হয়েছে, আর মিত্রজোট সরকারের নেতা-মন্ত্রী সহ দলীয় কর্মী ও সমর্থকেরা দেশের ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোক গোয়ালা বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সোনাই কেন্দ্রের উন্নয়ন ঘটাতে হলে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করতে হবে।

এদিনের সভার সভাপতি ছিলেন কাজিডহর জিপির প্রাক্তন সভাপতি ইবোছা সিংহ ও পরিচালনায় ছিলেন কবির উদ্দিন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, সেলিম উদ্দিন লস্কর, মুজাক্কির চৌধুরী, আছাবুদ্দিন লস্কর, সাবির লস্কর, রুহেল লস্কর, হেলিম হুসেন লস্কর সহ আরো অন্যান্যরা।