সাতরাকান্দিতে অগপ-র নির্বাচনী কার্যালয় উদ্বোধন
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : সোনাই সাতরাকান্দিতে অগপ-র নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হল। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী। সরকারের মিত্রজোট অগপ-র কাপ্তানপুর-কাজিডহর জেলা পরিষদ প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করকে নিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলার সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি হামিদূল ইসলাম লস্কর।

শনিবার এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অগপর সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, বিজেপির কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি হামিদূল ইসলাম লস্কর, অগপর প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্কর, বিজেপির সোনাই মণ্ডলের সহ-সভাপতি বাবলু আহমেদ লস্কর, তাহের আহমেদ বড়ভূইয়াদের অগপ ও বিজেপি দলের নেতা-কর্মীরা উত্তরীয় পরিয়ে সম্মান জানান।

হামিদূল ইসলাম লস্কর বলেন, কংগ্রেস দলের নেতারা দলীয় টিকিট বিক্রির ব্যবসায় ব্যস্ত,সমাজের উন্নয়নের চিন্তাধারা চায় না কংগ্রেস, অন্যদিকে এআইইউডিএফ দল সোনাইয়ে বর্তমান পঞ্চায়েত নির্বাচনে একটিও আসনে প্রার্থী করতে অক্ষম। এর মানেই হচ্ছে সোনাইবাসী এআইইউডিএফ ও কংগ্রেসকে কোনওভাবেই চাইছেন না। দালালমুক্ত সোনাই গড়তে অগপ প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন বলে তিনি আশাবাদী। আয়েশা সুলতানা চৌধুরী বলেন, এবার সোনাই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও মিত্রজোটের সমর্থিত প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হবে ও শেষে জনগণের সমর্থনে জয়ী হবেন মিত্রজোটের প্রার্থীরা। তিনি বলেন, কংগ্রেসমুক্ত পঞ্চায়েতরাজ গঠন হবে এবং জনগণের ধর্ম নিরপেক্ষভাবে উন্নয়ন ঘটবে।

এদিনের সভায় সভাপতিত্ব করেন মওলানা রশিদ আহমদ লস্কর ও পরিচালনায় ছিলেন অগপর সোনাই বিধান পরিষদের সাধারণ সম্পাদক জমিল আহমেদ বড়ভূইয়া। সভায় উপস্থিত ছিলেন তেরাআলি বড়ভূইয়া, রাজন মণি লস্কর, সামীনাজ চৌধুরী, মাহমুদুল চৌধুরী, শাকিল আহমেদ লস্কর, নওয়াজ আহমদ লস্কর, পারভেজ আহমেদ লস্কর, মুহিম আহমেদ লস্কর, মেহবুব আহমেদ বড়ভূইয়া, শামিম আহমেদ লস্কর প্রমুখ।