অটিজম দিবস পালন শিলচরে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিশ্ব অটিজম দিবস পালন করল ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিটিক বরাক ভ্যালি চ্যাপ্টার এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছাড় ব্রাঞ্চের যৌথ উদ্যোগে। এ নিয়ে বুধবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সচেতনতা অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে ডাঃ প্রিয়ঙ্কা দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, প্রতিটি শিশুর জন্য প্রথম এক হাজার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় শিশুদের সঠিকভাবে যত্ন নেওয়া দরকার। ঐ সময়টা বাচ্চাদের একটা ভালো পরিবেশ দিতে পারলেই এই দু বছরের মধ্যে পরিবর্তন আসবে বলেন তিনি। এছাড়াও নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজকাল নরমাল কিংবা অ্যাবনরমাল বলে কিছু হয়না। অটিজম অর্থাৎ স্নায়বিক এবং বিকাশগত ব্যাধি বিষয়টি চিহ্নিত করে কিভাবে এর সংখ্যা হ্রাস করা যায় এ নিয়ে প্রয়োজন সকলের যৌথ প্রয়াস বলেন আয়োজক সংস্থা দুটির সদস্যরা। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় বলেন ডাঃ দেব। এছাড়াও বিষয়টি নিয়ে সচেতনমূলক বক্তব্য রাখেন ডক্টর পিনাকি চক্রবর্তী, ডাঃ অংশুমান ভট্টাচার্য প্রমুখ।

আইএমএ এবং আইএপির দ্বারা যৌথভাবে আয়োজিত এদিনের সচেতনতা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পিসি শর্মা, ডাঃ বিকাশ শান্ডিল্য, ডাঃ নজমুল, ডাঃ ডলি রায় সহ এসএমসিএইচএস আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা। এই বিশেষ দিনটি উপলক্ষে এদিন মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয় সংস্থা দুটির পক্ষ থেকে। ওয়ার্ল্ড অটিজম ডে-র এবারকার স্লোগান ছিল ” দে আর ডিফারেন্ট বাট নট লেস”।
