শ্রীশ্রী সর্বজনীন শীতলা, কালী ও ব্রহ্মা পুজো বদরপুরে
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : বদরপুরের ড. শ্যামাপ্রসাদ পল্লীতে প্রতি বছরের মতো এবারও অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হল শ্রীশ্রী সর্বজনীন শীতলা, কালী ও ব্রহ্মা পুজো। এবছর এই পুজো পদার্পণ করল ১০৫তম বর্ষে।
পুজোর সূচনা হয় ব্রহ্মা পুজো দিয়ে, এরপর অনুষ্ঠিত হয় শীতলা পূজা, আর রাতের আকাশে ঢাকের বাদ্যি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে আরাধনা করা হয় মা শ্যামার। বেলা ২টে নাগাদ ভক্তদের উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মিশন রোড থেকে বরাক নদীতে মায়ের কোলা ভাসান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬-৩০ মিনিটে ভক্তদের মধ্যে মা-এর প্রসাদ বিতরণ করা হয়।
এই বিশেষ দিনে বদরপুরের পুজো মণ্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ঢাকের বাদ্যি আর শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা মা-এর চরণে প্রার্থনা জানান মা যেন সকলকে সুস্থ ও সমৃদ্ধ রাখেন।

পুজো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুজো কমিটির সভাপতি বিভাস রায় কর্মকার, সম্পাদক ভাস্কর দেব, সহ-সম্পাদক দিগ্বিজয় সরকার, সহ-সভাপতি বাপ্পা পাল এবং উপস্থিত ছিলেন বদরপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার মাধব রায়কর্মকার। তিনি সকলকে পুজোর শুভেচ্ছা জানান এবং এই ঐতিহ্যবাহী উৎসবকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

পুজোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সরজমিনে উপস্থিত ছিলেন বদরপুর থানার ওসি উত্তম অধিকারী। তাঁর তত্ত্বাবধানে পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
বদরপুরে ১০৫তম বর্ষের এই মহোৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভক্তদের ভালোবাসা ও মাতৃচরণে নিবেদনেই আবারও সফলভাবে সম্পন্ন হল শ্রীশ্রী সর্বজনীন শীতলা, কালী ও ব্রহ্মা পুজো।