সিদ্ধেশ্বর বারুণী স্নানে পূণ্যার্থীদের মধ্যে জল বিতরণ রেলওয়ে হকার অ্যাসোসিয়েশন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাআশ্রমের বারুণী স্নান উদযাপিত হল। হাজার হাজার পূণ্যার্থীর উপস্থিতিতে আশ্রমের ঘাট পরিণত হয়েছিল এক অনন্য ধর্মীয় মিলনক্ষেত্রে। এদিন ভক্তদের সেবায় বিশেষ ভূমিকা রাখে বরাক ভ্যালি রেলওয়ে হকার অ্যাসোসিয়েশন। বিনামূল্যে পানীয়জল বিতরণ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পূণ্যার্থীদের পাশাপাশি কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যেও গ্লুকোজসহ ঠাণ্ডা পানীয়জল বিতরণ করা হয়।

বরাক ভ্যালি রেলওয়ে হকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রাণভল্লব দাস চৌধুরী, সাধারণ সম্পাদক মুন্নি ছেত্রী, সহ-সম্পাদক বিধান দাস, কোষাধ্যক্ষ মনোতোষ মালাকার, এবং অন্যান্য কর্মকর্তা অসিত দাস, বিপ্লব দাস, মনিলাল দাস, অন্তু দাস ও সমর দেবনাথ।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাকভ্যালী রেলওয়ে হকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুন্নী ছেত্রী অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করে সিদ্ধেশ্বর কপিলাআশ্রমকে বরাক উপত্যকার অন্যতম তীর্থস্থান হিসাবে গড়ে তুলতে যথাযথ উদ্যোগ গ্রহণের আবেদন জানান।

তিনি বলেন, “প্রয়াগরাজের মহাকুম্ভের মতোই বারুণী উপলক্ষে সিদ্ধেশ্বর কপিলাআশ্রমে হাজার হাজার ভক্তের সমাগম প্রমাণ করে যে এই স্থানকে উপত্যকার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকার যদি যথাযথ পরিকল্পনা নেয়, তবে এই স্থান আধ্যাত্মিক পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”

সিদ্ধেশ্বর বারুণী স্নানে পূণ্যার্থীদের মধ্যে জল বিতরণ রেলওয়ে হকার অ্যাসোসিয়েশন
সিদ্ধেশ্বর বারুণী স্নানে পূণ্যার্থীদের মধ্যে জল বিতরণ রেলওয়ে হকার অ্যাসোসিয়েশন

Author

Spread the News