তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন করল শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজ পরিদর্শন করেন।  জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে, বরাক নদী ভাঙনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল। স্থানীয় জনগণ আতঙ্কের মধ্যে পারাপার হতে হচ্ছে।

তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন কংগ্রেসের

তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেবিনেট মিটিং শিববাড়ি রোডে রাস্তার কাজের অনুমোদন দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাস্তার কাজের শিলান্যাস করেন কিন্তু দেখা যায় এখন পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সামনে বর্ষা আসছে, বর্ষার সময় এই রাস্তা দিয়ে স্থানীয় জনগণ ও গাড়ি চালকরা চলাচল করতে পারবেন না। কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ংকর হয়ে দাঁড়াবে। অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য।
এদিন উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী, ইয়ুথ কংগ্রেস সেবাদল সহ কংগ্রেস কর্মীরা।

তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন কংগ্রেসের
Spread the News
error: Content is protected !!