পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, বাজারিছড়ার পেঁচারঘাটে চাঞ্চল্য

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ মার্চ : পুকুরে ভেসে ওঠে বৃদ্ধার নিথর দেহ। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি পাথারকান্দি বাজারিছড়া থানার পেঁচারঘাট গ্রামের।  শুক্রবার সকালে  গ্রামের এক ব্যক্তির বাড়ির পুকুরে ভেসে ওঠে ৬০ বছরের লিলাবতী রবিদাসের দেহ। তিনি সলগই নাচঘর এলাকায় রামকৃষ্ণ রবিদাসের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, লিলাবতী দেবী কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শুক্রবার সকালে স্থানীয় সিনহা পদবীর এক ব্যক্তির বাড়ির পুকুরে এক মহিলার লাশ ভেসে ওঠে। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, নিখোঁজ লিলাবতীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করেন।

পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, বাজারিছড়ার পেঁচারঘাটে চাঞ্চল্য

খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাথারকান্দির সহকারী সার্কল অফিসার অদিতি নুনিসা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠান।মৃতের পুত্র চন্দন রবিদাস জানান, তাঁর মা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। পরিবারে স্বামী, চার পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় লিলাবতীর পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, বাজারিছড়ার পেঁচারঘাটে চাঞ্চল্য

Author

Spread the News