গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচরে ২৪ ঘণ্টা দোকান খোলা রাখতে পারবেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ২০ মার্চ : ডিব্রুগড়  সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত গুলো তুলে ধরেন  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভা শেষে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচরে এখন ২৪ ঘন্টা দোকান খোলা থাকতে পারে। বাকি শহরগুলিতে, দোকানগুলি রাত দু’টা পর্যন্ত খোলা থাকতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে দোকানগুলি রাত ১১টা পর্যন্ত খোলা থাকতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দোকান খোলার সময় বাড়লেও শ্রমিকরা সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। আপনি ৯ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। শ্রমিকদের এই কাজ করতে দেওয়া উচিত নয়।

কিন্তু মন্ত্রিসভার এই সিদ্ধান্ত মদের দোকান ও বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সোশ্যাল মিডিয়ায় আবার এই বিষয়টি স্পষ্ট করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এক পোস্টে বলেছেন, “আমাদের সরকার দোকান ও প্রতিষ্ঠানের কাজের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই সিদ্ধান্ত মদের দোকান ও বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বিষয়গুলি সংশ্লিষ্ট পক্ষগুলিকে জানানো হল।

গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচরে ২৪ ঘণ্টা দোকান খোলা রাখতে পারবেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, অরুণাচল প্রদেশের মরান উপজাতির মানুষকে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র দেওয়া হবে।

নামরূপ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। লক্ষ্যমাত্রা হল সেপ্টেম্বর-নভেম্বর।

গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচরে ২৪ ঘণ্টা দোকান খোলা রাখতে পারবেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ন্যূনতম ৫০ জন শিক্ষার্থী সহ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের পদ তৈরি করা হবে। প্রধান শিক্ষকদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা থাকবে।

Author

Spread the News