উধারবন্দে ৩৬৫৫ জনের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : উধারবন্দে ৩৬৫৫ জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে স্থানীয় ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এছাড়াও উপস্থিত ছিলেন উধারবন্দের বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, রংপুরের বিডিও ইউসুফ আহমেদ, এডিপিএম শান্তনু হাজরিকা, তিন মণ্ডল বিজেপির সভাপতি যথাক্রমে উমাশঙ্কর ভট্টাচার্য, পুলক দেব ও সুজিত গোয়ালা, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, প্রণবেশ চক্রবর্তী, মণ্ডল বিজেপির সহ সভানেত্রী সুনন্দা কুর্মী, সহ সভাপতি নির্মলকান্তি রায় সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের পর উধারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রের সব জিপির একজন করে হিতাধিকারীর হাতে মঞ্জুরিপত্র তুলে দেন বিধায়ক মিহির সহ উপস্থিত অন্যান্যরা। বাকিরা মাঠেই অস্থায়ীভাবে নির্মিত জিপি ভিত্তিক কাউন্টার থেকে মঞ্জুরিপত্র সংগ্রহ করেছেন। যারা বুধবার নিতে পারেননি তারা বৃহস্পতি ও শুক্রবার মঞ্জুরিপত্র সংগ্রহ করতে পারবেন।
