অ্যাডভান্টেজ আসাম ২.০ এর দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : খানাপাড়ায় অ্যাডভান্টেজ আসাম ২.০ সামিট চলছে। অ্যাডভান্টেজ আসাম ২.০ এর দ্বিতীয় দিনে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রীরা সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি স্পেন থেকে ভার্চুয়ালি অংশ নেন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অসমের আদিবাসী যুবকদের নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। “আমরা ভয় পাচ্ছি যে বহিরাগতরা চাকরি নেবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে চাকরি পাবে। আমরা যদি তাদের সুযোগ না দিই, তাহলে কেউ চাকরি পাবে না। আমাদের দক্ষ কর্মী হতে হবে। আমরা যদি নিজেদেরকে সক্ষম করি, তাহলে আমাদের ডাক দেওয়া হবে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্যও একটি চ্যালেঞ্জ।
কেউ হাজার হাজার কোটি টাকা খরচ করে না, যে সংস্থা অসমে বিনিয়োগ করে তার মানবসম্পদের প্রয়োজন। অসমে না পেলে বাইরে থেকে না আসবেই। আবেগের ওপর একটি জাতি গড়ে তোলা যায় না। অসমের ইতিহাসে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে। এই যাত্রা বাস্তবসম্মত, ভবিষ্যৎমুখী এবং নির্ণায়ক হবে।

মুখ্যমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম ২.০ শীর্ষ সম্মেলনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। প্রথম এক্সপ্রেস হাইওয়েটি অসমে তৈরি করা হবে। এই মহাসড়কটি ব্রহ্মপুত্র-বরাকে সংযুক্ত করবে। গুয়াহাটি-বরপানী মহাসড়কে অনেক সুড়ঙ্গ থাকবে। গুয়াহাটি থেকে ৫ ঘণ্টার মধ্যে বরাক পৌঁছবে। গুয়াহাটি-ডিব্রুগড় এক্সপ্রেস হাইওয়ের পরিকল্পনা করা হচ্ছে। গুয়াহাটি থেকে ৫ ঘণ্টার মধ্যে ডিব্রুগড় পৌঁছানো যায়। মুখ্যমন্ত্রী বলেন, “দূরত্ব কমানো হলে শিল্পকে জমি দিতে কোনও সমস্যা হবে না। ডিব্রুগড় ও তিনসুকিয়ায় শিল্প স্থাপন করা হবে। গুয়াহাটি ৫ ঘণ্টার মধ্যে সমগ্র ডিব্রুগড়ে সঙ্গে যোগাযোগ হবে। জাগিরোড-ভৈরবকুন্ডকে সংযুক্ত করে একটি নতুন রাস্তা তৈরি করা হবে। গহপুর-নুমলীগড় নদীর সুড়ঙ্গ অসমের জন্য গেম চেঞ্জার হবে। ৩২০০ কোটি টাকা ব্যয়ে এই সুড়ঙ্গটি নির্মিত হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কাজিরাঙায় একটি এলিভেটেড করিডর তৈরি করা হবে। কুরুয়া-নরেনগি সেতুর কাজ শুরু হবে। জলপথের জন্য ব্রহ্মপুত্রের 2.6 মিটার গভীরতা পর্যন্ত খনন করা হবে।