সুশীল-মীরা চৌধুরী এ ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন ইটখলা স্পোর্টিং

রাহুল-তুষারের বোলিংয়ে কাত  ওয়েসিস

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : রাহুল সিং ও তুষার নাথের অসাধারণ বোলিংয়ে ফাইনালে কাত হলো ক্লাব ওয়েসিস। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী এ ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়নের খেতাব জিতলো ইটখলা স্পোর্টিং ক্লাব। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে মঙ্গলবারের ফাইনালে পুরোটাই বিধ্বস্ত হল ওয়েসিস। তারা হারলো ৮ উইকেটে। এদিন ওয়েসিস ২১.৩ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায়।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইটখলা স্পোর্টিং অধিনায়ক রাহুল। তাঁর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরুতে দলকে সফলতা এনে দেন তুষার। নবম ওভারে টানা দু বলে ২ উইকেট নিয়ে হ‍ হ্যাটট্রিকের মুখে দাঁড়ান তিনি। ওপেনার দিব‍্যজ‍্যোতি ভট্টাচার্যকে (১৫ রান) এলবিডব্লুর ফাঁদে ফেলে পরের বলে সুরজ যাদবকে শূন্য রানে বোল্ড করেন। রাজেশ নাথ হ‍্যাটট্রিক আটকে দিলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব‍্যক্তিগত ৮ রানে অভিষেক দেবের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এর আগে অন‍্য ওপেনার বিপ্রজিৎ দাসকে (১৫) কট অ‍্যান্ড বোল্ড করেন তুষার। একাদশতম ওভারে ওয়েসিসের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫৬। ইনিংস শুরুর এই ধাক্কা তারা সামলে উঠতে পারেনি। নিয়মিত ব‍্যবধানে উইকেট হারাতে থাকে। শেষদিকে কিছুটা লড়েন অরিজিৎ মহাপাত্র (১৬)। ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন তুষার। রাহুল সমান উইকেট দখল করেন ১৭ রান খরচ করে। ১ উইকেট পান বিশাল রুদ্রপাল।

রান তাড়া করতে নেমে ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ইটখলা স্পোর্টিং। ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে নেয় তারা। বিজয় বিকাশ তিওয়ারি ২০ ও কৃষ্ণ সিং করেন ১১ রান। পার্থ দেবনাথ ও রাহুল যথাক্রমে ৩৩ এবং ১০ রানে অপরাজিত থাকেন।

সুশীল-মীরা চৌধুরী এ ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন ইটখলা স্পোর্টিং

গোটা আসরে দারুণ ক্রিকেট উপহার দিয়ে তিনটি পুরস্কার জিতে নেন রনজি তারকা রাহুল সিং। মান অব দ‍্য ফাইনাল, ম‍্যান অব দ‍্য সিরিজ ও আসরের সেরা বোলারের পুরস্কার ছিনিয়ে নেন রাহুল। মোট ১৬ উইকেট দখল তার ঝুলিতে। সেরা ব‍্যাটারের সম্মান লাভ করেন ইটখলার পার্থ দেবনাথ। একটি শতরানও সহ মোট ২৮৪ রান করেন তিনি।

Author

Spread the News