ত্রিপুরা রাজ্যভিত্তিক কোরান প্রতিযোগিতায় জগাইবাড়ি মাদ্রাসার উজ্জ্বল সাফল্য

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা তানজিমে মাদারিসে আরাবীয়া কাওমিয়ার আয়োজিত রাজ্যভিত্তিক কোরান, বক্তৃতা ও গজল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে জম্পুইজলা মহকুমার একমাত্র বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়া জগাইবাড়ি মাদ্রাসা।

প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মাদ্রাসার আটজন ছাত্র ও দুইজন ছাত্রী। এর মধ্যে গজল বিভাগে আবু জাফর সাদিক তৃতীয় স্থান অধিকার করে, আর কোরআন তিলাওয়াতে আসমা খাতুন তৃতীয় স্থান অর্জন করে। তাদের এ সাফল্যে গোটা মাদ্রাসা পরিবার ও এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে।

রবিবার সকাল ৯টায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় জগাইবাড়ি আলজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।

অনুষ্ঠানের শুরুতে অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে বরণ করা হয়। পরে ছাত্রছাত্রীদের রুমাল, হিজাব, কোরান শরীফ ও ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।

ছাত্রছাত্রীদের কোরান তিলাওয়াত, গজল এবং বাংলা-ইংরেজি বক্তৃতা শুনে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মুগ্ধ হন।মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মওলানা মুজিবুর রহমান বলেন, আমাদের ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে প্রতিযোগিতার বিষয়বস্তু উপস্থাপন করবে, তা ভাবতেই পারিনি। আমরা আশা করছি, ভবিষ্যতে এই মাদ্রাসা আরও উন্নতির পথে এগিয়ে যাবে।

ত্রিপুরা রাজ্যভিত্তিক কোরান প্রতিযোগিতায় জগাইবাড়ি মাদ্রাসার উজ্জ্বল সাফল্য

মাদ্রাসার মুহতামিম মওলানা জাকির হুসাইন আলজলিলী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জগাইবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা ইতিপূর্বেও বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা দেখিয়েছে। এবারের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায়ও তারা চমৎকার পারফরম্যান্স করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করে সমাজে সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের খাদ্য-বাসস্থানের জন্য রাজ্যবাসীর আন্তরিক সহায়তা চেয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা মিলাদ হোসেন, মওলানা আমির হোসেন, মওলানা বোরহান উদ্দিন, মওলানা ইমরান হোসাইন প্রমুখ।

Author

Spread the News