টাকা পরিশোধের জন্য ব্যাঙ্কের চাপ, আত্মঘাতী মহিলা পুলিশ কনস্টেবল

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : ঋণ সংক্রান্ত বিষয়ে পুলিশের মামলার ভয়ে ফাঁসিতে আত্মহত্যা করলেন মহিলা পুলিশ কনস্টেবল। ওই মহিলা পুলিশ কনস্টেবলের নাম সুনিতি সরকার। তিনি পূর্ব আগরতলা মহিলা থানায় কর্মরত ছিলেন। ওই মহিলার পরিবার সূত্রে জানা গেছে, আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজিনগর এলাকায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছিলেন তিনি। কিন্তু সঠিক সময়ে তিনি ব্যাঙ্কের সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। যার ফলে ব্যাঙ্ক থেকে ওই মহিলা পুলিশ কনস্টেবলকে বারবার চাপ সৃষ্টি করতে থাকে এবং পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দিতে শুরু করে।

ঘটনাটি সুনিতি সরকার তাঁর স্বামী দেবদুলাল সরকারকেও জানান এবং পরবর্তী সময়ে তাঁর আত্মীয়স্বজনদের জানান। মহিলার স্বামী সহ আত্মীয় পরিজনেরা মহিলাকে সান্তনা দিতেন। অবশেষে বুধবার সুনিতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে – গিয়ে খবর পান যে পুলিশ নাকি তাঁকে বাড়িতে গেলে গ্রেফতার করবে। সেই খবর শুনে মহিলা পুলিশ কনস্টেবল সুনিতি সরকারের মনে প্রচণ্ড ভয় এবং চিন্তার সৃষ্টি হয়। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সুনিতি সরকার নিজের কর্মস্থল থেকে এসে পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে নিজঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন।

টাকা পরিশোধের জন্য ব্যাঙ্কের চাপ, আত্মঘাতী মহিলা পুলিশ কনস্টেবল

তাঁর স্বামী দেবদুলাল সরকার কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করতেই স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ছুটে আসে আশেপাশের বাড়িঘরের লোকজন। খবর দেওয়া হয় আমতলি থানায়। খবর পেয়ে আমতলি থানার সাব ইন্সপেক্টর হিরেণ দেববর্মা সহ ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন। পুলিশ এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মহিলা পুলিশ কনস্টেবল সুনিতি সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

এই ব্যাপারে আমতলি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মৃত্যুকালে ওই মহিলার বয়স ছিল আনুমানিক ৪০ বছর। পরিবারে স্বামী, পুত্র এবং শাশুড়ি রয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Author

Spread the News