সোনাইয়ে হেরোইন সহ ধুবড়ির দুই যুবক গ্রেফতার
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : সোনাই থেকে মাদক সহ ধুবড়ির দুই যুবককে পাকড়াও করল কাছাড় পুলিশ। সোমবার রাতে সোনাইয়ের ধনেহরি প্রথম খণ্ডে এক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ধনেহরি পয়েন্টে অভিযানে নেমে ধুবড়ির শ্যামচরকুটি তৃতীয় খণ্ডের বাসিন্দা ও মুহাম্মদ আলি তালুকদার (৩৮) কাজিগাঁওয়ের খুতাবাগড়ার যুবককে হেরোইন সমেত গ্রেফতার করে পুলিশ। তাঁদের ব্যাগে তল্লাশির সময় সন্দেহভাজন হেরোইন থাকা ১৪টি সাবানের কেস ১৭৫ গ্রাম উদ্ধার করা হয়।

