মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা, মৃত্যু ১০ জনের

১৫ ফেব্রুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছত্তিশগড়ের ১০ জন তীর্থযাত্রী। প্রয়াগরাজ-মির্জাপুর এক্সপ্রেসওয়ের ওপর ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। পুলিশ জানিয়েছে, বোলেরো গাড়ি নিয়ে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। আরও ১৯ জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনায় একপ্রকার দুমড়ে মুচড়ে গিয়েছে বোলেরো গাড়িটি। গাড়ির যাত্রীদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত তীর্থযাত্রীরা ছত্তিশগড়ের কোরবা জেলার বাসিন্দা ছিলেন।

তাঁরা প্রয়াগরাজের মহাকুম্ভে পবিত্র স্নান করতে যাচ্ছিলেন। অন্যদিকে, বাসটিতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার তীর্থযাত্রীরা ছিলেন বলে জানা গিয়েছে। প্রয়াগরাজের অ্যাডিশনাল এসপি বিবেক চন্দ্র যাদব জানান, ‘ছত্তিশগড় থেকে মহাকুম্ভে আসা তীর্থযাত্রীদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্বরূপ রানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে’। রাস্তায় একাধিক নিরাপত্তা থাকা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা, মৃত্যু ১০ জনের
মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা, মৃত্যু ১০ জনের

Author

Spread the News