মামলায় অভিযুক্ত এসিএস অফিসারের রহস্যজনক মৃত্যু
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : এসিএস অফিসার কবিতা ডেকার রহস্যজনক মৃত্যু। তিনি হস্ততাঁত ও বস্ত্র বিভাগের প্রাক্তন সঞ্চালিকা ছিলেন। নিয়োগ কেলেঙ্কারি ও জমি কেনাবেচায় অভিযুক্ত কবিতা ডেকার মরদেহ বৃহস্পতিবার সকালে জালুকবাড়ির নিজ বাসভবন উদ্ধার হয়।
এই অফিসারকে মুখ্যমন্ত্রীর মনিটরিং সেলের একটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল৷ কয়েকদিন আগে কবিতা ডেকার বাড়িতে অভিযান চালানো হয়। কবিতা ডেকা আত্মহত্যা করেছে বলে পুলিশের সন্দেহ।

