উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাথারকান্দিতে বসছেন ১০৭২ জন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের অধীনে পরিচালিত এই পরীক্ষা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে।

পাথারকান্দির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে এবছর কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখা মিলিয়ে মোট ১০৭২ জন পরীক্ষার্থী বসছেন। কেন্দ্রটির অধীনে আরও দুটি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে— পাথারকান্দি হলি চিলড্রেন হায়ার সেকেন্ডারি স্কুল ও পাথারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল।

এদিকে, পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যথাযথ নির্দেশনা দিয়েছেন মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ তথা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জ্যোতির্ময় নাথ। তিনি পরীক্ষার শৃঙ্খলা ও নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিয়েছেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাথারকান্দিতে বসছেন ১০৭২ জন

পরীক্ষার প্রথম দিন, বৃহস্পতিবার, অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয় পরীক্ষা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাথারকান্দিতে বসছেন ১০৭২ জন

Author

Spread the News