হিন্দু ধর্ম কেবল ধর্মীয় আচার নয়, বরং সর্বাঙ্গীণ : মোহন ভাগবৎ

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : হিন্দু ধর্ম শুধুমাত্র ধর্মীয় অনুশাসনে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সর্বাঙ্গীণ ধারণা—এমন মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবৎ। তাঁর মতে, মুসলিম ও খ্রিস্টানরাও যদি এই দেশকে শ্রদ্ধা করে, ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে, এবং নিজেদের আচার–বিশ্বাস বজায় রেখেই ভারতভূমির প্রতি ভক্তি প্রদর্শন করে, তবে তারাও হিন্দু।

আরএসএসের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে অসম সফরে এসে মঙ্গলবার গুয়াহাটিতে বুদ্ধিজীবী, পণ্ডিত, সম্পাদক, সাহিত্যিক ও শিল্পোদ্যোগীদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন ভাগবৎ।

তিনি বলেন, “মাতৃভূমির প্রতি ভক্তি, পূর্বপুরুষের গৌরব, এবং আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে সামনে এগিয়ে নেওয়া—এই মানসিকতার মানুষ সকলেই হিন্দু। হিন্দু ধর্মকে গ্রহণ করতে হবে—এমন কোনও বাধ্যবাধকতা নেই। হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতি মানেই নির্দিষ্ট খাদ্যাভ্যাস বা পূজাপদ্ধতি নয়।”

তিনি আরও বলেন, “হিন্দু ধর্ম বহুজনকে গ্রহণ করতে পারে। মুসলিম ও খ্রিস্টানরা যদি নিজেদের প্রথা-পরম্পরা ত্যাগ না করেও ভারতকে শ্রদ্ধা করে, ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে এবং ভারতীয় পূর্বপুরুষের গৌরবে গর্ববোধ করে, তবে তারাও হিন্দু।”

মোহন ভাগবৎ এদিন সমাজপরিবর্তনের পাঁচটি মূল দিক—সামাজিক সম্প্রীতি, পরিবার জাগরণ, নাগরিক শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও পরিবেশ সুরক্ষার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এর মধ্যে ‘পরিবার জাগরণ’-এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিটি পরিবারকে নিজেদের পূর্বপুরুষের ইতিহাস সংরক্ষণ করতে হবে এবং আগামী প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও সাংস্কৃতিক গৌরবের বীজ বপন করতে হবে।

তিনি আরও বলেন, “যে-ই ভারতবাসী হোক না কেন, জন্ম যেকোনো প্রদেশে হলেও তাঁরা আমাদের জাতীয় আইকন—এমন ভাবধারায় অনুপ্রাণিত হওয়া উচিত।”

আরও উল্লেখ করেন, অসহযোগ আন্দোলনের সময় ড. হেডগেওয়ারের কারাবাসের কথা এবং ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অগণিত স্বয়ংসেবকের ভূমিকা। স্বাধীনতা সংগ্রামে আরএসএসের স্বয়ংসেবকদের উল্লেখযোগ্য অবদান সম্পর্কেও তিনি স্মরণ করিয়ে দেন।

উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের বৈচিত্র্যের ঐক্যের উজ্জ্বল উদাহরণ হিসেবে বর্ণনা করে ভাগবৎ দৃঢ়তার সঙ্গে বলেন—লাচিত বরফুকন বা শ্রীমন্ত শঙ্করদেবের মতো ব্যক্তিত্বের গুরুত্ব কেবল আঞ্চলিক সীমায় আবদ্ধ নয়, বরং তারা জাতীয়ভাবে সমানভাবে প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *