সরস্বতী পুজোর দিনে বিষপান প্রেমিক-প্রেমিকার, মৃত্যু একজনের

সরস্বতী পুজোর দিনে বিষপান প্রেমিক-প্রেমিকার, মৃত্যু একজনের

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর দিন এক করুণ ঘটনা ঘটল নলবাড়িতে। পূজার দিন, প্রেমিকযুগল পূজার জন্য বাইরে যায়। কিন্তু দু’জনেই অবাক করার মতো সিদ্ধান্ত নিয়েছেন। প্রেমিকপ্রেমিকা সরস্বতী পূজায় বেড়াতে গিয়ে বিষপান করে।

অজ্ঞান অবস্থায় দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে কিশোরীর মৃত্যু ঘটে। যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পর রূপ নিচ্ছে ভিন্ন।

কিশোরীর পরিবার জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ অনুসারে, যুবক বিষপানের নাটক করে মেয়েটিকে বিষ খেতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, আগেও কিশোরীর হাতে বিষ তুলে দেয় যুবক এমনও অভিযোগ।  পরিবারের আরও অভিযোগ, ছেলের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল আগে, কিন্তু বর্তমানে নেই। যুবকটি জোর করে কিশোরীকে নিয়েছে।

সরস্বতী পুজোর দিনে বিষপান প্রেমিক-প্রেমিকার, মৃত্যু একজনের

বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবক। যুবকের পরিবারের মতে, দু”জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সরস্বতী পূজার দিন, কিশোরীর বাবা তাদের দুজনকেই মারধর করে। এরপর, দু’জনেই এই সিদ্ধান্ত নেয় বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুবকটি আগেও একবার কিশোরীকে পালিয়ে যায়। এই মুহূর্তে কী হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে শেষ হয়ে যায় একটি জীবন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ছবি সৌজন্যে news18 অসম।

Author

Spread the News