শিলচরেও মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন জেলা বিজেপির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা‌র জন্মদিবস পালন করল কাছাড় জেলা বিজেপি। শনিবার সন্ধ্যায় বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর গান্ধীবাগ পার্কে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা‌র ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী জন্মদিনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির অসম প্রদেশ কমিটির সম্পাদক কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, সহ-সভাপতি অমিওকান্তি দাস, অমিতাভ রাই, চামিলি পাল, বাসুদেব শর্মা, মানবেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।

বক্তব্যে অসম প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা‌ বিজেপি দলের মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমকে ভারতের মানচিত্রে এক উন্নতমানের রাজ্যে পরিণত করার কাজ নিরন্তর চালিয়ে যাচ্ছেন। কাছাড় জেলা কমিটির সভাপতি রুপম সাহা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে যেভাবে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, ঠিক একইভাবে ড. হিমন্ত বিশ্ব শর্মা‌ কাজ করছেন  অসমের ইতিহাসে এই প্রথমবারের মতো উন্নতমান চিন্তাধারা, সকল স্তরের জনগণের উন্নতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের সবশেষে কেক কেটে আনন্দ ভোগ করেন কাছাড় জেলা বিজেপির উপস্থিত নেতা-কর্মীরা।

শিলচরেও মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন জেলা বিজেপির

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপম নন্দী পুরকায়স্থ, যুব মোর্চার জেলা সভাপতি অমিতেষ চক্রবর্তী, শিউলী ধর সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটি উপ সভাপতি গোপাল কান্তি রায়।

শিলচরেও মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন জেলা বিজেপির

Author

Spread the News