কেন্দ্রীয় বাজেট অসমের এক নতুন দিগন্ত : হিমন্ত বিশ্ব শর্মা
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। কৃষি থেকে শিক্ষা, শিল্প থেকে কর্মসংস্থান, বাজেটে অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটে অসমের জন্যও বড় খবর রয়েছে। নামরূপে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইউরিয়া প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে, আজ উপস্থাপিত কেন্দ্রীয় বাজেট অসমের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “আজ জাগিরোড-মরিগাঁও-এর মানুষের জন্য গর্বের দিন। যেমনটা বলা হয়েছিল তেমনই হয়েছে। আজকের বাজেট অসমের জন্য একটি নতুন সূচনা। জাগিরোডের সেমি-কন্ডাক্টর শিল্প এই বছরের নভেম্বর মাসে প্রথম নির্মাণ শুরু করবে। এবং জাগিরোডে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ চিপ তৈরি করা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, অসমের নামরূপে ১২ লক্ষ মেট্রিক টন ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদনের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে আরেকটি শিল্প গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অসম সরকার গত মাসে মরিগাঁওয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মরিগাঁও জেলার উন্নয়নের জন্য ২৯২ কোটি টাকা অনুমোদন করেছে। মরিগাঁওয়ের আগের জায়গায় কেন্দ্রীয় বিদ্যালয়টি স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন।