ধীরেন্দ্রকুমার ঘোষ স্মৃতি পদক প্রদান ও ফ্লাইং কালার্সের দ্বিতীয় বর্ষপূর্তি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ফ্লাইং কালার্স এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত সরস্বতী পূজায় আয়োজিত প্রতিযোগিতা গুলির পুরস্কার বিতরণ করা হয়। সরস্বতী মূর্তি, আলপনা এবং বিশেষ থিমের উপর পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল এবং সেগুলি প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া হয়েছে। তারমধ্যে আলপনা প্রতিযোগিতায় ধীরেন্দ্র কুমার ঘোষ মেমোরিয়াল ট্রফি লাভ করেন প্রথম পুরস্কার শ্রীভূমি বিএড কলেজ, দ্বিতীয় পুরস্কার লাভ করেন ডঃ প্রমোদরঞ্জন চৌধুরী শিশু নিকেতন এবং তৃতীয় পুরস্কার লাভ করে লিটিল এঞ্জেল স্কুল কিটজি শ্রীভূমি। বেটি বাঁচাও বেটি পড়াও এই বিশেষ থিমের উপর পুরস্কার লাভ করেন সরকারি উচ্চতর বিদ্যালয়, করিমগঞ্জ। এছাড়া মূর্তির উপর ধীরেন্দ্র কুমার ঘোষ মেমোরিয়াল ট্রফি লাভ করে প্রথম পুরস্কার ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, দ্বিতীয় পুরস্কার লাভ করে সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং তৃতীয় পুরস্কার লাভ করে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল।
বিচারক হিসেবে ছিলেন প্রেসক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অরূপ রায়, রবীন্দ্রসদন মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড, তনুশ্রী ঘোষ, রবীন্দ্রসদন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ড. মেম চাতন সিংহ এবং ফ্লাইং কালার্স এর প্রিন্সিপাল পল্লবী দেব রায় এবং চিত্রশিল্পী মানষ ভট্টাচার্য। বুধবার এক ঘরোয়া অনুষ্টানের মাধ্যমে প্রত্যেকটি স্কুলে গিয়ে সহস্তে বিচারকেরা পুরস্কার প্রদান করে আসেন।