বিন্নি কনস্ট্রাকশনের জল ভর্তি ট্যাঙ্কার হঠাৎ দু’টুকরো, হত চালক
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : মখইভাঙ্গা- ভৈরবনগর পূর্ত সড়কে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। জল ভর্তি ট্যাঙ্কার হঠাৎ দু’টুকরো হয়ে গেলে চাপায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার।
জানা যায়, অসম মালা প্রকল্পে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত বিন্নি কনস্ট্রাকশনের এএস ২৪ এসি ১৩৬২ নম্বরের জল ভর্তি ট্যাঙ্কার মাঝপথে দু’টুকরো হয়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান হাইলাকান্দি জেলার মনাছড়া গ্রামের বাসিন্দা নজমুল হোসেন লস্কর (২২)।

এ দিন সকাল সাড়ে নয়টা নাগাদ বদরপুর থানা এলাকার ঠাকুকুরদিঘীর বাজার সংলগ্ন পূর্ত সড়কের উপর প্রতিদিনের মতো নির্মিয়মান সড়কের কাজে জল ছিটাতে থাকা অবস্থায় হঠাৎ করেই জল ভর্তি ট্য়াঙ্কারের ‘চেসেজ’ ভেঙে যায়। আর ট্যাঙ্কের এক অংশের চাপায় মৃত্যু হয় নজমুল হোসেনের। দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল যে চালকের আর্তনাদ শুনে অসংখ্য প্রতক্ষ্যদর্শী জমায়েত হলেও সকলেই যেন অসহায়। প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর বিন্নি কনস্ট্রাকশনের দুটো এক্সকেবেটর সহযোগে স্থানীয় জনতা হত চালকের নিথর দেহ গাড়ির ভেতর থেকে বের করে আনেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন চালক নজমুল হুসাইন লস্কর।

শ্রীভূমি পরিবহন বিভাগ এবং বিন্নি কনস্ট্রাকশনের খামখেয়ালীপনার বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ গড়ে তুলেন। দুর্ঘটনার খবর পয়ে ছুটে আসেন বদরপুর থানার অসি উত্তম অধিকারি সহ ট্রাফিক পুলিশ। হত চালকের পরিবারকে কোম্পানির তরফ থেকে এককালীন পঞ্চাশ লক্ষ লক্ষ ক্ষতিপূরণের দাবিতে চলতে থাকে পথ অবরোধে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বদরপুরের সার্কল অফিসার জয় ক্রিস্টিনা নামলাই। বিন্নি কনস্ট্রাকশনের পক্ষ থেকে নগদ দশ লক্ষ টাকা অনুদান হিসেবে শোকাহত পরিবারের হাতে তুলে দেওয়া দেওয়া সহ সরকারি সাহায্যের আশ্বাস প্রদানের পর অবরোধ তুলে নেওয়া হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হত চালকের মরণোত্তর পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হলে বুধবার রাত আটটায় মনাছড়া গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।