চুরি যাওয়া সামগ্রী উদ্ধার পাঁচগ্ৰাম পুলিশের, গ্রেফতার চার

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : বড়সড় সাফল্য অর্জন করেছে পাঁচগ্ৰাম পুলিশ। জানকী বাজার এলাকায় চার চোরকে হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো পাঁচগ্ৰাম পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরির অভিযোগে জানকীবাজার এলাকার চুরি কাণ্ডে জড়িত থাকা চার চার চোরকে গ্রেফতার করে পুলিশ।

তারা হল মাসুক আলি মজুমদার, সাদ্দাম হোসেন তালুকদার, জামাল উদ্দিন বড়ভূইয়া ও সাহিদ আহমেদ মজুমদার। তারা‌‌ বর্তমানে পাঁচগ্ৰাম পুলিশের হেফাজতে রয়েছেন। পাঁচগ্ৰাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃতের বয়ানের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ।অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে জানা‌ গিয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, জানকী বাজারে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানের মাধ্যমে দু-তিন দফায় বেশ কয়েকজন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরও দুই অভিযুক্তের নাম উঠে আসে।

চুরি যাওয়া সামগ্রী উদ্ধার পাঁচগ্ৰাম পুলিশের, গ্রেফতার চার
চুরি যাওয়া সামগ্রী উদ্ধার পাঁচগ্ৰাম পুলিশের, গ্রেফতার চার

Author

Spread the News