মহাকুম্ভে পদপিষ্টে কমপক্ষে ১০ জনের মৃত্যু

২৯ জানুয়ারি : অমৃত স্নান ঘিরে বিপত্তি মহাকুম্ভে। ভোরের আলো ফোটার আগে সেখানে পদপিষ্ট হলেন অনেকে। কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ ঘিরে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সেই ভিড়ে অনেকে পদপিষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন পুণ্যার্থীদের অনেকেই, যার মধ্যে মহিলারাও রয়েছেন।

বুধবার ভোরে মহাকুম্ভে পদপিষ্ট হন অনেকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকে শ্বাসকষ্টে ভুগছেন বলেও জানা গিয়েছে। কুম্ভমেলা প্রাঙ্গনের, সেক্টর ২ হাসপাতালে ২৫-৩০ মহিলা ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে গঙ্গায় ‘অমৃত স্নান’ও পিছিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঙ্গমের কাছে ১১ থেকে ১৭ নম্বর স্তম্ভের মধ্যে পদপিষ্ট হন বহু মানুষ। এই ঘটনার জেরে বুধবার অমৃত স্নানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আখরা পরিষদ। মেলা কর্তৃপক্ষের তরফে মাইকিং করে পুণ্যার্থীদের ঘাট থেকে সরে যেতে বলা হয়।
খবর : abp আনন্দ।

মহাকুম্ভে পদপিষ্টে কমপক্ষে ১০ জনের মৃত্যু
মহাকুম্ভে পদপিষ্টে কমপক্ষে ১০ জনের মৃত্যু

Author

Spread the News