মহাকুম্ভে সপরিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সারলেন স্নান

২৭ জানুয়ারি : মহাকুম্ভে পবিত্র স্নান সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে সপরিবারে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছান তিনি। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নানের সময় শাহের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব এবং অন্যান্য সাধুরাও উপস্থিত ছিলেন। পবিত্র স্নানের পর ত্রিবেণী সঙ্গমে আরতি করতেও দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে।

এদিন সকাল ১১টা নাগাদ বিমানে করে প্রয়াগরাজে আসেন অমিত শা। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখান থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে আরেল ঘাটে যান তিনি। এরপর ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারেন তিনি। জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব সহ আরও অনেকে সঙ্গ দিয়েছিলেন অমিত শাহের। স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় জল ঢালতেও দেখা গিয়েছে তাঁদেরকে। পবিত্র স্নানের পর স্ত্রী সোনাল শাহ এবং পুত্র জয় শাহের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে আরতি করেন তিনি। এক ভিডিওতে দেখা গিয়েছে, সাধুরা জয় শার পুত্র অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর নাতির কপালে তিলক লাগিয়ে আশীর্বাদ করছেন। সেই সময় নাতিকে নিজের কোলে নিয়েছিলেন অমিত শাহ।

মহাকুম্ভে সপরিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সারলেন স্নান
মহাকুম্ভে সপরিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সারলেন স্নান

জানা গিয়েছে, ত্রিবেণী সঙ্গমে স্নানের পর বড়ে হনুমান মন্দির এবং অভয়বত পরিদর্শন করবেন অমিত শাহ। তারপর সাধুদের সঙ্গে সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজের জন্য জুনা আখড়াও যাবেন তিনি। পাশাপাশি গুরু শরণানন্দজি এবং গোবিন্দ গিরিজি মহারাজের সঙ্গে দেখা করার জন্য গুরু শরণানন্দজি-র আশ্রমেও যাবেন। সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। এদিন অমিত শাহের সফর ঘিরে মহাকুম্ভ এলাকা এবং প্রয়াগরাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Author

Spread the News