বাকসের কাছাড় জেলা বর্ষসেরার অনুষ্টান রবিবার, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান

ইকবাল লস্কর শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি: বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) কাছাড় জেলা কমিটির ২০২৩-২৪ বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিলচরের বঙ্গভবনে আগামী ২৬ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় শুরু হবে। এবারের আসরে ১৩ জন খেলোয়াড়, একজন ক্রীড়া সংগঠক এবং দুজন ক্রীড়া সাংবাদিককে পুরস্কার ও সম্মান জানানো হবে।

এদিনের বর্ষসেরা খেলোয়াড়দের সম্মান জানানোর অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রশাসনিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পুরস্কার প্রাপকদের তালিকা তুলে ধরতে কাছাড় বাকস-এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। কাছাড় বাকসের সভাপতি দেবাশিস সোম, সচিব অভিজিৎ ভট্টাচার্য সহ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রিতেন ভট্টাচার্য, রতন দেব, বিশ্বনাথ হাজাম, সায়ন বিশ্বাস, সুদীপ সিং, হিমাংশু দে প্রমুখ। দীর্ঘদিন ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করার পুরস্কার হিসেবে এবার সম্মানিত হচ্ছেন প্রেমকান্ত সিংহ। এছাড়া ক্রীড়া সাংবাদিক সম্মাননা পাচ্ছেন বাকসের দুই সদস্য সঞ্জীব সিং (শিলচর) ও শংকরী চৌধুরী (হাইলাকান্দি)।

বাকসের কাছাড় জেলা বর্ষসেরার অনুষ্টান রবিবার, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান

এছাড়া যে সব খেলোয়াড় পুরস্কার পাচ্ছেন তাঁরা হলেন- আব্দুল সালাম (সেরা অ্যাথলিট), শিবা কর্মকার (সেরা ফুটবলার), অভিষেক দেব (সেরা ক্রিকেটার), আকাশ বৈষ্ণব (সেরা হকি খেলোয়াড়), এম জেনিথ সিং (সেরা টেবিল টেনিস খেলোয়াড়), রিজি টিংসং (প্রতিশ্রুতিবান ফুটবলার), শিবাংশ সাহু (সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়), দীপ দাস (সেরা দাবাড়ু), অভিষেক দাস (সেরা খো খো খেলোয়াড়), শহিদ আহমদ (সেরা ভলিবল খেলোয়াড়), অজন্তা দাস (প্রতিশ্রুতিবান অ্যাথলিট), রিজি টিনসং (প্রতিশ্রুতিবান ফুটবলার), ঋত্বিক ধর (প্রতিশ্রুতিবান ক্রিকেটার), অনসু নাথ রাম (প্রতিশ্রুতিবান মহিলা ক্রিকেটার)।

বাকসের কাছাড় জেলা বর্ষসেরার অনুষ্টান রবিবার, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে শ্রীভূমির ব্যান্ড দল ইরাকশন এবং শিলচরের বাংলা গানের দল দলছুট তাদের অনুষ্ঠান পরিবেশন করবে। দেরিতে হলেও ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নিয়েছে বাকস কাছাড়। স্টার সিমেন্ট কর্তৃপক্ষ এবারের আসরে টাইটাল স্পনসর হিসেবে এগিয়ে এসেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।

Author

Spread the News