লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : লারনার্স এডুকেশনাল সোসাইটি আয়োজিত জাতীয় স্তরের ১০ম নাট্যমঞ্চ নাট্যোৎসবের সূচনা হল ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। এবারের নাট্যোৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নাট্যব্যক্তিত্ব বিশাল শর্মার স্মরণে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চ সাজানো হয় এবং নাট্যমঞ্চের লোগো উন্মোচনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব অমিতাভ নাগ এবং বিশাল শর্মার পরিবারের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন লারনার্সের সভাপতি মণিদীপ দাস সুমন, সহ-সভাপতি সন্তোষ ভট্টাচার্য্য এবং সম্পাদক রত্নদীপ চক্রবর্ত্তীসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে “নাট্য প্রতিভা ২০২৪-২৫” সম্মান প্রদান করা হয় ত্রিপুরার নাট্য অভিনেতা সঞ্জয় চন্দ এবং আসামের বিপ্লব দাসকে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের সাতটি দল নয়টি নাটক মঞ্চস্থ করবে এই নাট্যোৎসবে। নাট্যচর্চার পাশাপাশি শান্তিনিকেতনের আদলে এক মেলার আয়োজন করা হয়েছে অর্ধেন্দু ভবনের বাইরে। মেলায় প্রদর্শিত হয়েছে হস্তশিল্প, তাঁতের তৈরি শাড়ি, অলঙ্কার, চামড়ার ব্যাগসহ নানা শিল্পপণ্য। মেলার পাশাপাশি মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন মাতিয়েছে।
![লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/img-20250119-wa00346232994915670486457-1024x683.jpg)
নাট্যোৎসব সম্পর্কে লারনার্স এডুকেশনাল সোসাইটির বক্তব্য, “নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতির গভীর সমস্যা এবং ইতিবাচক পরিবর্তন আনার শক্তিশালী মাধ্যম।”এই ১০ম নাট্যমঞ্চ নাট্যোৎসব ধর্মনগরের সাংস্কৃতিক ক্ষেত্রে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
![লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/img_20250119_0159218039756063801524712-1024x600.jpg)
![লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু লারনার্স এডুকেশনাল সোসাইটির জাতীয় স্তরের নাট্যোৎসব শুরু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168707505823882194629159-1024x364.jpg)