রাশিয়ার হয়ে যুদ্ধে মৃত্যু ভারতীয় ১২ জওয়ানের, নিখোঁজ ১৬ জন
১৮ জানুয়ারি : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখন পর্যন্ত ১২ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর পাশাপাশি খোঁজ পাওয়া যাচ্ছে না আরও ১৬ জন ভারতীয়র। এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক।
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘এখন পর্যন্ত রুশ সেনাবাহিনীতে কর্মরত ১২৬ জন ভারতীয়র খবর মিলেছে। তাঁদের মধ্যে ৯৬ জনকে ইতিমধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন এখনও নিখোঁজ।’
২০২৪ সালের শুরুর দিকে রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির টোপ দিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।
কয়েকদিন আগেই রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিল বাবু (৩১) নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। তিনি ২০২৪ সালের এপ্রিলে আরেক ভারতীয় জেইন কুরিয়েনের সঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। পেশায় বিদ্যুৎমিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান। রাশিয়ায় গিয়ে তাঁরা জানতে পারেন, সেখানে তাঁদের কাজ করতে হবে রুশ সেনার হয়ে। কিন্তু ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে কথা বলা হচ্ছে।
জয়সওয়াল বলেছেন, ‘বিনিল বাবুর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। যত দ্রুত বিনিলের দেহ এদেশে আনা যায়, তা নিশ্চিত করতে রুশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা।’