লক্ষীপুরের চিরু স্পোটিং ক্লাবের খেলার মাঠ উদ্বোধন সুস্মিতা দেবের
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : লক্ষীপুর বিধানসভার অন্তর্গত পয়লাপুলের চিরিপুঞ্জির চিরু স্পোটিং ক্লাবের মাঠ উদ্বোধন করা হল। শনিবার শিলচর সোশ্যাল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব ৪,১০,৭৫০ ব্যয়ে নির্মিত মাঠের উদ্বোধন করেন। এদিন প্রথমে সাংসদ সুস্মিতা দেবকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান এই ক্লাবের সদস্যরা। বক্তব্যে সুস্মিতা দেব বলেন, খেলার মাধ্যমে ছেলে-মেয়েদের স্বাস্থ্যের বিকাশ ঘটে। বর্তমান দিনে যুব সমাজের বিকাশের জন্য খেলাধূলার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন। সেই সঙ্গে তাঁর বাবা প্রয়াত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের খেলার জীবনের কথা তুলে ধরে বলেন, তিনি একজন দক্ষ রাজনীতিবিদের সঙ্গে একজন ক্রীড়াপ্রেমী ও দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক রাজেশ দেব, কার্যকরী সদস্য পার্থরঞ্জন চক্রবর্তী, নন্দন দাস, রাজীব রায়, সঞ্জীব রায় সহ চিরি স্পোটিং ক্লাবের সভাপতি নিফুন লিয়েন চিয়েন, সহ-সভাপতি রাম জাউ চিম, সম্পাদক পার থাং লিয়েন চিয়েন সহ অন্যান্যরা।