সরলা বিড়লা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক ক্রীড়া উৎসব শুরু
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : সড়লা-বিড়লা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলে শুক্রবার বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের ক্রিড়া প্রাঙ্গনে। দুই দিনের এই ক্রীড়া উৎসবে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অতিথিদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা প্রাক্তন সভাপতি বাবুল হোড়। তিনি বিদ্যালয়ের খেলাধুলা এবং সমগ্র উন্নয়নে অবদানের প্রশংসা করেন।অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয় সম্মানিত অতিথিদের উপস্থিতিতে, যাঁদের মধ্যে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণভূষণ মি. মোলানকাল, আসাম গোরখা সম্মেলনের বরাক ভ্যালি আঞ্চলিক শাখা শিলচরের সাধারণ সম্পাদক শোভরাজ গুরুং এবং শিলচরের বিশিষ্টব্যক্তিত্ব উদয় শঙ্কর গোস্বামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিরা বিদ্যালয়ের তরুণ প্রতিভা বিকাশে প্রতিশ্রুতি এবং শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বের উপর জোর দেন। উদ্বোধনী অনুষ্ঠান দুই দিনের এই উৎসবের জন্য একটি অনুপ্রেরণাদায়ক সূচনা করে, যেখানে বিভিন্ন অ্যাথলেটিক প্রতিযোগিতা এবং দলগত ইভেন্টের আয়োজন করা হয়। বিদ্যালয় সম্প্রদায় একটি প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব উপভোগ করার অপেক্ষায় রয়েছে, যা খেলাধুলার মনোভাব এবং ঐক্যকে উদযাপন করবে। অধ্যক্ষা অপর্ণা ফিলিপ বক্তব্যে বলেন, সরলা-বিড়লা স্কুলটি সমগ্ৰ দেশের পড়াশুনার সঙ্গে খেলা-যোগব্যয়ামের মাধ্যমে শারীরিক ও বিকাশের বিকাশ ঘটাতে চেষ্ঠা করে যাচ্ছে, এইসব খেলার মাধ্যমে ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।শিক্ষার গ্ৰহনের ক্ষেত্রে একজন ছাত্রের মানষিক বিকাশ ঘটাতে নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।
এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন রিমি ডেকা, অসীমা দেবী, সুচরিক নাথ, পায়েল বনিক, কাকলি কর, অপরূপ সরকার, আনন্দ কিশোর সিংহ, কৃষ্ণন্দু দত্ত, ক্রিড়া শিক্ষক রমেশ ছেত্রী সহ আরো অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সকল স্তরের কর্মচারীরা।