কাটিগড়ায় মাদক সহ গ্রেফতার ১
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : কাটিগড়ায় মাদক সহ এক পাচারকারীকে আটক করা হল। কাছাড় পুলিশের হাতে তিন কোটি টাকার হেরোইন সহ এক ব্যক্তিকে আটক হয়। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে কাটিগড়া চৌরঙ্গীতে অভিযান চালিয়ে একটি বাইক থেকে ৩৪টি সাবান কেসে ৪৪২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় আলি হোসেন নামে এক যুবককে। ধৃত যুবক শ্রীভূমি জেলার এরালিগুলে বাড়ি।
শিলচর থেকে মাদকগুলো আগরতলা নিয়ে যাওয়ার পথে কাটিগড়া চৌরঙ্গীতে ধরা পড়ে। বাজেয়াপ্ত হেরোইন কালোবাজারে মূল্য তিন কোটি টাকা হবে বলে জানা যায়। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশসুপার নুমুল মাহাতো।