তিন মেয়ে সহ মা-বাবা খুন, তদন্ত শুরু

১০ জানুয়ারি : একই পরিবারের ৫ জনকে খুন করা হল নৃশংসভাবে। তাঁদের দেহ যখন উদ্ধার হয় তখন দম্পতির দেহ পড়েছিল ঘরের মেঝেতে আর তাঁদের ৩ কন্যাসন্তানের দেহ পাওয়া যায় একটি বক্সখাটের ভেতর থেকে! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের ঘটনায় ওই পরিবারের পরিচিত কেউ যুক্ত রয়েছে। মনে করা হচ্ছে কোনও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাঁদের। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

তিন মেয়ে সহ মা-বাবা খুন, তদন্ত শুরু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাঁরা খবর পান লিসাড়ি গেট থানার অন্তর্গত একটি এলাকা থেকে পাঁচজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। এই বিষয়ে মীরাটের সিনিয়র পুলিশ সুপার বিপিন টাডাও বলেন, ‘দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।স্থানীয় লোকজন জানান যে, বাইরে থেকে দরজা লক করা ছিল। ঘরের ভিতরে এক দম্পতি এবং তাঁদের তিন সন্তানের দেহ পড়েছিল। যেভাবে ঘরের দরজা বন্ধ ছিল, তাতে অনুমান করা হচ্ছে, যে এই ঘটনায় যুক্ত, সে হয়ত পরিবারের পরিচিত কেউ।’  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

তিন মেয়ে সহ মা-বাবা খুন, তদন্ত শুরু

Author

Spread the News