ইন্ডিয়া ক্লাবকে ৭ উইকেটে কুপোকাত করলো টাউন ক্লাব
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি: চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ক্লাবকে বড় ব্যবধানে কুপোকাত করলো টাউন ক্লাব। বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন লিগ ম্যাচে তারা ৭ উইকেটে বিধ্বস্ত করে ইন্ডিয়া ক্লাবকে। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাউন ক্লাব। এর সুবাদে ব্যাট ঘুরিয়ে ৩১.৩ ওভারে সবকটি উইকেট খুইয়ে ১১৯ রানের টার্গেট খাড়া করে ইন্ডিয়া ক্লাব। অতিরিক্ত ১০। তাদের মানসজ্যেতি গগৈ ৫২, প্রশান্ত কুমার ১৬ ও অভিলাশ গগৈ ২০ রান করেন। বোলিংয়ে ৪টি উইকেট শিকার করেন সাগর ছেত্রী, ২টি নেন ভরত নেওয়ার এবং সাহিল হাসান লস্কর, অমন ছেত্রী ও অনুভব দাস ১টি করে উইকেট নেন। জবাবি ব্যাটিংয়ে নেমে ২৮.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে টার্গেট অতিক্রম করে নেয় টাউন ক্লাব। তাদের ভরত নেওয়ার ৮০ বলে ৭৬ রানের (অপরাজিত) এক দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া রাজু দাস ১০, ইয়াসির আলি ২৬ রান (অপরাজিত) করেন।
এ দিনের ম্যাচ পরিচালনায় ছিলেন ব্রজেন্দ্র সিংহ ও গোপিকান্ত সিনহা। স্কোরার দীলিপ কুমার দাস। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভরত নেওয়ার। তার হাতে সেরার পুরস্কারটি তুলে দেন সুমন্ত দাস।