গুয়াহাটি বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, এ বছর রেকর্ড বিক্রি

বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : মঙ্গলবার ছিল গুয়াহাটি বইমেলার শেষ দিন। আর শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বইপ্রেমীদের উৎসাহ এবং আগ্রহে মেলা ছিল প্রাণবন্ত।

গুয়াহাটি বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, এ বছর রেকর্ড বিক্রি

মেলার প্রতিটি স্টলে ছিল প্রচুর ভিড়, যেখানে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও লেখকদের বই প্রদর্শিত হয়েছে। দেশি-বিদেশি বইয়ের বৈচিত্র্য ক্রেতাদের আকৃষ্ট করেছে। মেলার শেষ দিনে বিশেষ ছাড় ও অফার ছিল, যা ক্রেতাদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। আয়োজকদের মতে, এ বছরের মেলায় বই বিক্রির পরিমাণ বেশ সন্তোষজনক। বইপ্রেমীদের বিপুল সাড়া এবং অংশগ্রহণ মেলার সাফল্যের সাক্ষ্য বহন করে।

গুয়াহাটি বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, এ বছর রেকর্ড বিক্রি

এবারের বইমেলায় প্রতিদিন টাইম সেটেলাইট নিউজ চ্যানেলের মুখ্য সম্পাদক তথা রাজ্যের বলিষ্ঠ সাংবাদিক নীতুমণি শইকিয়ার সম্পাদিত বই “বিজেপিকি ভোট কিয় নিদিব?” এই গ্রন্থটির চাহিদা ছিল তুঙ্গে। শেষ দিন অনেকেই বইটি ক্রয় করতে চাইলেও পাননি এই বিশেষ বইটি এতে অনেকে নিরাশ হয়ে ফির যেতে হয়েছে। মেলার শেষ দিনের আগেই বিক্রি হয়ে গেছে।

গুয়াহাটি বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, এ বছর রেকর্ড বিক্রি

এবিষয়ে বরাক উপত্যকার এক বইপ্রেমী যুবক জাহিদ আক্তার ও ফখরুল ইসলাম বড়ভূইয়া, হুসেন আহমেদ বিলাল উদ্দিনরা জানান নীতুমণি শইকিয়ার লেখা “বিজেপিকি ভোট কিয় নিদিব?” এই গ্রন্থটি ক্রয় করার উদ্দেশ্য বরাক উপত্যকার বদরপুর, শ্রীভূমি  ও হাইলাকান্দি থেকে তাঁরা কয়েকজন বন্ধু সোমবার ট্রেন চড়ে গুয়াহাটি এসে মঙ্গলবার বইমেলায় উপস্থিত হয়ে প্রতিটি স্টলে খোঁজ করে এই বিশেষ বইটি না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে বলে জানিয়েছেন বরাক তরঙ্গ কে।

গুয়াহাটি বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, এ বছর রেকর্ড বিক্রি

মেলার শেষ হলেও এর রেশ বইপ্রেমীদের মনে দীর্ঘদিন থেকে যাবে। আগামী বছরের মেলার জন্যও উৎসাহীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

গুয়াহাটি বইমেলার শেষদিনে উপচে পড়া ভিড়, এ বছর রেকর্ড বিক্রি

Author

Spread the News