মেক্সিকো উপসাগরের নাম বদল করব, ঘোষণা ট্রাম্পের
৮ জানুয়ারি : মেক্সিকো উপসাগরের (গালফ অফ মেক্সিকো) নাম বদলে আমেরিকা উপসাগর (গালফ অফ আমেরিকা) রাখার ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিক বৈঠকে তিনি এই ঘোষণা করেন।
প্রথমবার প্রেসিডেন্ট পদে বসে মেক্সিকো থেকে আসা ‘অবৈধ অভিবাসী’দের ঠেকাতে সীমান্তে বেড়া বসাতে পদক্ষেপ করেছিলেন ট্রাম্প। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফের একবার পড়শি দেশকে নিশানা করেন তিনি। মেক্সিকো থেকে অনুপ্রবেশ এবং অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ওটা (মেক্সিকো) একটা বিপজ্জনক দেশ।’
মার-এ-লাগোতে ট্রাম্প বলেছেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় অনেক অঞ্চল জুড়ে রয়েছে। আমেরিকা উপসাগর, কী সুন্দর নাম! এটা উপযুক্ত।’ যদিও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন ঠিক কবে করা হবে, সেজন্য নির্দিষ্ট কোনও সময় উল্লেখ করেননি তিনি।