উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। খাদের ভেতর থেকে নৌবাহিনীর ২১ প্যারাডিভার ২০ মিনিটের মধ্যে প্রথম দেহটি উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। সেনাবাহিনী ও এনডিআরএফ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল গর্তের গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জল পাম্প করে বের করা হয়। ওএনজিসির ওয়াটার স্প্রিংকলার মেশিনও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুম্ভীরগ্রাম থেকে উমরাংশুতে জলের পাম্প আনা হয়েছে। সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে নেওয়া হয়।
উল্লেখ্য, সোমবারও জল ঢুকে খনিতে আটকা পড়েন অনেক শ্রমিক। ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ এই তল্লাশি অভিযান চালায়। মঙ্গলবার তিন শ্রমিক জীবিত বেরিয়ে আসেন। বুধবার সকালে উদ্ধার হওয়া মৃতদেহটি প্রথম। খনিতে প্রায় নয়জনের মতো শ্রমিক ছিলেন।
![উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168702369757756485373-1024x364.jpg)