টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনে স্বাস্থ্য পরীক্ষার অনুষ্ঠিত য়
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : শিলচর শ্রীকোণা গ্ৰামে টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশাগ্ৰস্থদের জেলার স্বাস্থ্য বিভাগের অধীনস্থ দিশা ক্লাস্টারের পক্ষ থেকে এইচআইবি, ভিডিআরএল, এইচবিএসএনজি সহ আরো অন্যান্য রোগের রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্তকরণের শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন দিশা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত, কালাইন সিএইচসি-এর কাউন্সিলর বিপ্লব দাস, ল্যাব টেকনিশিয়ান ইসলাম উদ্দিন প্রমুখ।
বক্তব্যে অনুপ কুমার দত্ত বলেন, মাদকদ্রব্য সেবনের বিভিন্ন ধরনের মারনব্যধি রোগের সৃষ্ঠি হয়ে থাকে,তাই তাদের রক্তপরীক্ষা করাটা একান্ত প্রয়োজন। টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের সম্পাদক দীপ ভট্টাচার্য্য বলেন, মাদকদ্রব্য এই অঞ্চলের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, মাদকদ্রব্যকে নিয়ন্ত্রনে আনতে হলে, সমাজে মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রচারের প্রয়োজন রয়েছে। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুরুদ্বীপ চন্দ, মৈনাক্য দাস, সুব্রত দাস, মৈনাক দে সহ অন্যান্যরা।