রাহুল লস্করের ব্যাটে-বলে বিধ্বস্ত ফাউন্ডেশন, জিতল এফআর হিরোজ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : রাহুল লস্করের ব্যাটে-বলে কার্যতঃ বিধ্বস্ত হল এডুকেশনাল ফাউন্ডেশন। স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগ ম্যাচে মঙ্গলবার এফআর হিরোজের রাহুল ব্যাটে-বলে জ্বলসে উঠেন। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এদিনের ম্যাচে রাহুলের অনবদ্য প্রদর্শনে ১ উইকেটে বাজিমাত করে এফ,আর,হিরোজ। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে এফ,আর,হিরোজ টস জিতে প্রথমে প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাটিং করতে নেমে আর,এফ,এডুকেশনাল ফাউন্ডেশন ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের এর হয়ে সত্যজিৎ নাথ সর্বোচ্চ (৫৯ ) রান করেন। এছাড়াও ভাল রান পান মাহমুদ আলম বড়ভূইয়া (১৮), আহাদ মজুমদার (১৪), অরুপ দাস (১২) রান করেন। এফআর হিরোজের রাহুল লস্কর (৫), সাহার বড়ভূইয়া (২), সাইদুল রাজ খান (১), চন্দন রবিদাস (১) ও আলি আহমেদ লস্কর (১)টি উইকেট পান।
১৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে এফআর হিরোজ ১৭.৩ ওভারে বলে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে নেয়। এফআর হিরোজের হয়ে রাহুল লস্কর সর্বোচ্চ (৪৬) রান করেন। এছাড়াও ভাল রান পান আব্দুল কাদির (১৮), এসএম জাকারিয়া (১৩), সানু রবিদাস (১০) ও সাহার বড়ভূইয়া (১০) রান করেন । আরএফ এডুকেশননাল ফাউন্ডেশনের হয়ে অরূপ দাস (৩), মাহমুদ হোসেন (৩) অজিত কুমার (৩)টি উইকেট পান। ম্যাচে সর্বাধিক ছক্কা ও ম্যাচ সেরার পুরস্কার দুটিই ছিনিয়ে নেন এফআর হিরোজের রাহুল লস্কর। ছক্কার এটু ইয়াম্মি ভাইটস পুরস্কারটি তুলে দেন সাদিক বড়লস্কর। ম্যাচ সেরার পুরস্কারটি
(আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচ) তুলে দেন সাবেক ক্রিকেটার তথা সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সবুর আহমেদ (টুকন) মজুমদার।