সুস্মিতার হাত ছাড়লেন সজল সহ ৫৮ জন, যোগ কংগ্রেসে
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : সাংসদ সুস্মিতা দেবের হাত ছাড়লেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বনিক সহ ৫৮ জন। মঙ্গলবার এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ শাঠের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে ঘরে ফিরলেন তাঁরা। এদিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে দলে ফিরে আসা সবাইকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। যোগদানকারীদের মধ্যে ছিলেন সজল বনিক ছাড়াও জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর, দলের শিলচর টাউন কমিটির সভাপতি অলোক আচার্য, তৃণমূলের জেলা যুব সভাপতি অনুপম পাল, জেলা যুব সম্পাদক সাগ্নিক ভট্টাচার্য।
তাঁদের সম্মানের সঙ্গে দলে বরণ করেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ শাঠে। যোগদান কর্মসূচি আগে শিলচর জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে সাঠে জানান বিগত দিনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তাঁদের পুরায় ঘর বাপসি জেলা স্তরে দলকে আরও শক্তিশালী করবে। আসন্ন পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচন সহ ২০২৬ সালের বিধান সভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেক কর্মী গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এদিনের সভায় সাংগঠনিক নানা বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি আগামীতে ব্লক ও বুথ পর্যায়ে শীঘ্রই কমিটি গঠন করে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পৃথ্বীরাজ সাঠে। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, শরিফুজ্জামান লস্কর, আমিনুল হক লস্কর, সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।