৩০০ ফুট গভীর কয়লা কোয়ারির ভেতরে ১৫ জন শ্রমিক আটকে পড়লেন, চলছে উদ্ধার কাজ

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : উমরাংশু অসম কয়লা কোয়ারিতে ভয়ঙ্কর দূর্ঘটনা। ৩০০ ফুট গভীর কয়লা কোয়ারির ভেতরে ১০ থেকে ১৫ জন শ্রমিক আটকে রয়েছেন। অসমের অন্যতম পাহাড়ি জেলার উদ্যোগ নগরী হিসেবে পরিচিত উমরাংশু অসম-মেঘালয় সীমান্তবর্তী ও উমরাংশু থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী অসম কয়লা কোয়ারিতে এই ঘটনা সংঘটিত হয়। কয়লা কোয়ারির ভেতরে দ্রুত গতিতে জল ঢুকে পড়ায় এই বিপত্তি ঘটে।

৩০০ ফুট গভীর কয়লা কোয়ারির ভেতরে ১৫ জন শ্রমিক আটকে পড়লেন, চলছে উদ্ধার কাজ

এ পর্যন্ত কয়লা কোয়ারির ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল ৯ টায় এই ঘটনা সংঘটিত হলেও এখন পর্যন্ত কয়লা কোয়ারির ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার অভিযান শুরু হয়নি। এই অবস্থায় কয়লা কোয়ারির ভেতরে শ্রমিকদের অবস্থা কি তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ৩০০ ফুট গভীর কয়লা কোয়ারিতে দ্রুত গতিতে জল ঢুকে প্রায় ১০০ ফুট জল জমা হয়ে পড়েছে এই অবস্থায় কয়লা কোয়ারির ভিতরে থাকা শ্রমিকরা জীবিত রয়েছে কিনা এনিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

৩০০ ফুট গভীর কয়লা কোয়ারির ভেতরে ১৫ জন শ্রমিক আটকে পড়লেন, চলছে উদ্ধার কাজ

সর্ব শেষ খবরে জানা গেছে অসম কয়লা কোয়ারিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি যদি ও মটর লাগিয়ে কয়লা কোয়ারি থেকে জমে থাকা জল বের করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার কাজে এসডিআরএফ ও এনডিআরএফ নেমেছে।

Author

Spread the News