আরএসএসের দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে একাধিক স্থানে গুণাত্মক পথ সঞ্চলন

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষকে সামনে রেখে রবিবার সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের পাঁচটি স্থানে আয়োজিত হল গুণাত্মক পথ সঞ্চলন। এতে সংগঠনের শিলচর বিভাগের উদ্যোগে মধ্য কাছাড়, দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড় ও লক্ষ্মীপুর জেলা একত্রে শিলচরে সঞ্চলনের আয়োজন করে। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাঠ থেকে সঞ্চলন শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলচর বাইপাসে থাকা মঙ্গল পাণ্ডে চৌক থেকে মোড় নিয়ে ফের মেডিক্যালের মাঠে পৌঁছে সমাপ্ত হয়।

শ্রীভূমি জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চলন শহরের রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সুভাষ নগর থেকে মোড় নিয়ে ফের রেল স্টেশনে পৌঁছে সমাপ্ত হয়। রামকৃষ্ণ নগর জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চলন হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে পৌঁছানোর পর সমাপ্ত হয়। হাইলাকান্দি জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চলন টাউন হলের সামনে থেকে শুরু হয়। শহরের  বাটা পয়েন্ট, কাছারী রোড, এসএস রোড হয়ে কালীবাড়ি পয়েন্ট থেকে মোড় নিয়ে সেন্ট্রাল রোড হয়ে ফের টাউন হলের সামনে পৌঁছে সমাপ্ত হয়। ডিমাহাসাও জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চলন হাফলং কাউন্সিলের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুরনো ডিআই অফিসের সামনে পৌঁছে সমাপ্ত হয়। সঞ্চলনে দক্ষিণ আসাম প্রান্তের ৫৭২ জন স্বয়ংসেবক অংশগ্রহণ করেন। এতে সংঘের স্বয়ংসেবকরা সংগঠনের চিরাচরিত বাদ্যযন্ত্র ঘোষের তালে পা মেলান।

বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমতার প্রদর্শন পরিলক্ষিত হয় পথ সঞ্চলনে। বিভিন্ন এলাকায় বালক ও তরুণ স্বয়ংসেবকদের সঙ্গে অনেক প্রৌঢ় স্বয়ংসেবকরা উৎসাহের সঙ্গে সঞ্চলনে অংশ নেন। যে সব এলাকায় সঞ্চলন অনুষ্ঠিত হয় সেখানকার ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা শঙ্খধ্বনি, উলুধ্বনী সহ ধ্বজে পুষ্প বর্ষণ করে সঞ্চলনকে স্বাগত জানান। ঘড়ির কাটায় কাটায় প্রতিটি স্থানে সঞ্চলন শুরু হয়। ওই গুণাত্মক পথ সঞ্চলনকে সফল করতে গত এক মাস থেকে স্বয়ংসেবকরা নিজ নিজ শাখায় অভ্যাস করে আসছিলেন। গুণাত্মক পথ সঞ্চলনে স্বয়ংসেবকরা সময় পালন, পূর্ণ গণবেশ ও অনুশাসনের দিকে নিখুঁত নজর দেন।

১৯২৫ সালের বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়। এবছরের বিজয়া দশমী তিথিতে সংগঠনটি ১০০ বছর পূর্ণ করবে। শতবর্ষকে সমনে রেখে সংঘ বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছে। দেশের প্রতিটি গ্রামে সংঘের আরএসএসের দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে একাধিক স্থানে আয়োজিত হল গুণাত্মক পথ সঞ্চলন পৌঁছানোর জন্য স্বয়ংসেবকরা কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯২৫ সাল থেকে দেশমাতৃকাকে পরম বৈভবশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন সংঘের স্বয়ংসেবকরা। সংগঠনের দক্ষিণ আসাম প্রান্ত প্রান্ত প্রচার প্রমুখ ড. অভিজিৎ নাথ এক প্রেস বার্তায় খবরটি জানান।

Author

Spread the News