ডিএসএ-র ঔষধি পদ স্মৃতি বি ডিভিশন ফুটবল ৬ জানুয়ারি থেকে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : শুরু হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ঔষুধিপদ দত্ত স্মৃতি প্রাইজমানি দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ কাম নক আউট টুর্নামেন্ট। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে। শনিবার সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে স্পনসর পরিবারের সদস্যদের পাশে বসিয়ে সাংবাদিকদের এসবের জানান দেন আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখ। উদ্বোধনী দিনে খেলবে বেঙ্গল বয়েজ ক্লাব বনাম রূপম। প্রথম দিনে একটি ম্যাচ। অন্যান্য দিনে ২টি করে ম্যাচ। টুর্নামেন্টে রয়েছে ২১টি দল। গত বছর ছিল ২৫টি দল। নতুন দল হিসেবে অংশ নিচ্ছে বিজয়ী সংঘ।সাতটি গ্রূপ দিয়ে খেলার ছক সাজানো হয়েছে। সর্বশেষ গ্ৰুপ থেকে দুটি দল কে সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। বাদবাকি দলগুলো থেকে একটি করে দল খেলবে।
প্রতিযোগিতায় ট্রফি সমেত চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার, রানার্স আপ দলকে দেয়া হবে ৫ হাজার টাকা। তাছাড়া সেরা মাঝমাঠ খেলোয়াড়, টপ স্কোরার এবং সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা করে প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে স্পনসরার পরিবারের পক্ষে উপস্থিত সুচন্দা দত্ত ও অশোকতরু দত্ত ডিএসএ-র আয়োজনে খুশি প্রকাশ করে বলেন, প্রতি বছর এই টুর্নামেন্ট সুন্দরভাবে করে ডিএসএ। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত থাকতে পেরে তাদের ভালো লাগছে।