নরসিংহপুর শিক্ষা খণ্ডের ভাগা ক্লাস্টারে সম্প্রদায় উৎসব সম্পন্ন
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : নরসিংহপুর শিক্ষা খণ্ডের ভাগা ক্লাস্টারে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রদায় উৎসব সম্পন্ন হলো। শনিবার ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সম্প্রদায় উৎসব অনুষ্ঠানের সূচনা হয়। সর্বশিক্ষা মিশনের অধীনে সম্প্রদায় উৎসবে ১৭৪ নম্বর ভাগাবাজার ইলিয়াস আলি এলপি স্কুল, ৫৫৭ নম্বর রাঙ্গাউটি এলপি স্কুল, রাজঘাট এমই স্কুল, ৩৩৩ নম্বর জয়ধনপুর এলপি স্কুল, ৬৯৪ নম্বর জয়ধনপুর সীমান্তবর্তী এলপি স্কুল, ৮৪৩ নম্বর রাজঘাট এলপি স্কুল, ৩৭৭ রাজঘাট এলপি স্কুল, ২২৪ নম্বর খাসপুর আপগ্ৰেডাট এলপি স্কুল, বাম বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট প্রোগ্ৰাম অফিসার ডঃ বিদ্যুৎ দেব চৌধুরী, উদারবন্দ ব্লকের বিআরপি ডঃ সত্যজীত দাস, নরসিংহপুর ব্লকের বিআরপি জহিরুল ইসলাম, হাজি মজাইদ আলি রুরেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউদ্দিন লস্কর, মুসদ আলি লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর প্রমুখ। এছাড়া ভাগা ক্লাস্টারের সবকয়টি স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ হাজারের অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। শেষে নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করা কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।