শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের খুলল আধার সংক্রান্ত হেল্প ডেস্ক

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : শ্রীভূমি জেলায় এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যাদের আধার কার্ড পাওয়া সম্ভব হয়নি, তাদেরকে সহায়তা প্রদান করতে শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশ দ্বারে এক হেল্প ডেস্ক খোলা হয়েছে। শ্রীভূমির আধার সেলের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার এনআরসি-র ডিপিএসকে এই হেল্প ডেস্কের দায়িত্ব প্রদান করে জানিয়েছেন যে এতে একজন অপারেটর থাকবে, যে জনগনকে আধার কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট করে দিতে সহায়তা করবে।

শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের খুলল আধার সংক্রান্ত হেল্প ডেস্ক

জনগণ এতে এই সেবা গ্রহণ করতে অবশ্যই তাদের এনরোলমেন্ট আইডি এবং আঙ্গুলের ছাপ ও আইরিস স্ক্যান করে পরিচিতি সাব্যস্ত করতে হবে। উল্লেখ্য, রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এনআরসিতে বায়োমেট্রিক ব্লক জনগণের আধার কার্ড প্রদানের জন্য একটি এসওপি জারি করা হয়েছে এবং ওই এসওপি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের খুলল আধার সংক্রান্ত হেল্প ডেস্ক

Author

Spread the News