মা-বাবার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয় কম বয়সীদের, নিয়ম চালু করছে সরকার

৪ জানুয়ারি : ফেসবুক-ইনস্টা করতে গেলে এ বার নিতে হবে বাবা-মায়ের অনুমতি। ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এমনই নিয়ম চালু করতে পারে কেন্দ্র। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-এর খসড়ায় এই মর্মে প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার ওই খসড়া প্রকাশ করেছে মোদী সরকার। নাগরিকদের থেকে এই প্রস্তাবে মতামতও জানতে চেসেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ইতিমধ্যেই অষ্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-এর খসড়ায় কড়া নিয়মের কথা বলা হয়েছে। অল্পবয়স থেকেই ব্যক্তিগত তথ্য সুরক্ষায় জোর দিতে চাইছে কেন্দ্র। ফলে বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নীচে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না।

মা-বাবার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয় কম বয়সীদের, নিয়ম চালু করছে সরকার

এ ক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইট MyGov.in-এ মতামত ব্যক্ত করতে পারবেন সকলেই। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে নিজেদের মতামত জানানোর সুযোগ মিলবে।

Author

Spread the News