রওনা খো খো, কবাডি দল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : আন্তঃজেলা খো খো ও কবাডিতে অংশ নিতে রওনা হল শিলচর দল। উভয় দল ট্রেনে চাপে বুধবার। উভয় প্রতিযোগিতা ৩-৫ জানুয়ারি।দক্ষিণ কামরূপের মির্জা রুরাল স্টেডিয়ামে হবে ছেলে ও মেয়েদের জুনিয়র খো খো। আন্তঃজেলা সিনিয়র পুরুষ কবাডি হবে তিনসুকিয়ায়। কবাডি দল রওনা দিয়েছে সকালের ট্রেনে। খো খো দল রাতের ট্রেনে।

Author

Spread the News