বনভোজনে মারপিটের পর নিখোঁজ যুবকের হাত-পা বাধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার

ঘটনায় অবহেলার দায়ে রঙ্গিয়া থানার অফিসার ইনচার্জ অজয় বর্মণকে বদলি

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : বনভোজনে মারপিটের পর নিখোঁজ রঙ্গিয়ার যুবক ধর্মেন্দ্র নাথের মৃতদেহ উদ্ধার হল। সোমবার পাঁচদিন পর পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ধর্মেন্দ্রর লাশ উদ্ধার করা হয়। উত্তেজনা সৃষ্টি হয়। রাজ্য নাড়িয়ে দেওয়া ধর্মেন্দ্র নাথের ঘটনায় অবহেলার দায়ে রঙ্গিয়া থানার অফিসার ইনচার্জ অজয় বর্মণকে বদলি করা হয়েছে।

জানা যায়, বুধবার রঙ্গিয়ার খয়রাবাড়ির মালধাপাড়ায় বনভোজনে গিয়ে ছিল দু’টি দল। বনভোজন শেষে, ধর্মেন্দ্র নাথ তাঁর বাইক দিয়ে বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মারে। এ ঘটনার পর বিজেপি নেতা সহ ১২ জন যুবক তাকে মারধর করে। এমনকি লড়াই ভাঙার চেষ্টা করা যুবককেও তারা মারধর করে। যুবক নিজেকে বাঁচাতে সক্ষম হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন ধর্মেন্দ্র। পরিবার বুধবার রাতে রঙ্গিয়া থানায় অভিযোগ জানাতে গেলেও বিজেপি নেতা হওয়ায় পুলিশ অভিযোগ নেয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার থেকে রঙ্গিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবশেষে আজ পুকুরে পাওয়া গেল ধর্মেন্দ্র নাথের মৃতদেহ। হাত-পা বাঁধা অবস্থায় পুকুরে লাশ পাওয়া যায়। পাঁচ দিন পর উদ্ধার হয় ধর্মেন্দ্র নাথের মৃতদেহ।

বনভোজনে মারপিটের পর নিখোঁজ যুবকের হাত-পা বাধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার

বিজেপি নেতা আংশুমান কলিতা এবং হিমাংশু কাকাতি সহ ১২ সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ রয়েছে।

এ দিকে, ওসি অজয় বর্মণকে হাজো থানায় বদলি করা হয়েছে। ধর্মেন্দ্র নাথের ঘটনায় অবহেলার দায়ে অজয় বর্মণকে বদলি করা হয়েছে।

Author

Spread the News